ফেনী প্রতিনিধি :
ফেনী সদর আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর ফেনীর মাস্টার পাড়াস্থ বাড়ী ‘মুজিব উদ্যান ’ প্রায় ২০বছর জনমানবহীন ছিল। বাড়ীর সীমানা প্রাচীর , প্রধান ফটক , উপরে উঠার সিড়ি , উদ্যানের আভ্যন্থরিন সড়কগুলো দীর্ঘদিন অপরিচ্ছন্ন ।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে জয়নাল হাজারীর সেই বাড়ীটি পরিষ্কার করছিল শ্রমীকরা । খবর পেয়ে জয়নাল হাজারীর প্রতিপক্ষের লোকজন এসে পরিচ্ছন্ন কর্মীদের বাধা দেয়। এসময় তারা সংস্কার কাজ বন্ধ রাখার জন্য বলে , বন্ধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুমকি দেয়।
আরো পড়ুন >>>
আসছেন জয়নাল হাজারী, পরিষ্কার হচ্ছে ফেনীর বাড়ী মুজিব উদ্যান (ভিডিওসহ)
খবর পেয়ে ফেনী সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন , গোয়েন্দা পুলিশের ওসি নুরুজ্জামান, ডিএসবির কর্মকর্তা , এনএসআই ও ডিজিএফআইয়ের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তাদের ভাষ্যমতে গুঞ্জণ উঠেছে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী ফেনী আসবেন । এর অংশ হিসেবে জনমানবহীন বাড়ীটি সংস্কার হচ্ছে। দায়ীত্বশীল কেউ না থাকলেও শ্রমীকরা কারো নির্দেশনা মোতাবেক আজ (সোমবার) সকাল ৮টা থেকে কাজ করছিলেন। হঠাৎ দুপুর ১২টায় কয়েকজন লোক এসে কাজে বাধা দিয়ে ও শ্রমীকদের হুমকি দিয়ে পালিয়ে যান। তবে কর্মরত শ্রমীকরা তাদের চিনেন না।
এ ব্যাপারে সাবেক সাংসদ জয়নাল হাজারী তাঁর ব্যাক্তিগত ফেসবুক পেজ ও আইডিতে স্ট্যাটাস এর মাধ্যমে জানিয়েছেন, জেলা যুবলীগের সহ সভাপতি জিয়াউল আলম মিস্টারের নেতৃত্বে কয়েকজন যুবক সংস্কার কাজে বাধা দিয়েছেন। তবে এ ঘটনায় এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেননি বলে জানিয়েছেন ফেনী সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন।
এদিকে আজ সকাল থেকে বাড়ীর আশ- পাশে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। চলছে আলোচনা ও সমালোচনা , কবে আসছেন জয়নাল হাজারী ? এমন প্রশ্ন সকলের। তবে দলের নেতাকর্মী অথবা আত্বীয়দের মধ্যে কেউই নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারেন নি।
উল্লেখ্য , ফেনীর আলোচিত এবং জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী ২০০১সালে ১৭আগস্ট এ বাড়ী থেকে ভারতে আত্মগোপনে যান । সে রাতে তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যৌথ বাহিনী তাঁর বাড়ীতে অভিযান চালায়। বাড়ীতে না থাকায় তিনি রক্ষা পান।
২০০৯সালে দেশে ফিরে এসে ফেনী আদালতে আত্মসমর্পন করেন এবং জামিন শেষে এ বাড়ীতেই অবস্থান করেছিলেন। ফেনীর আওয়ামীলীগের আভ্যন্থরিন দ্বন্ধের জেরে দলীয় প্রধান শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তিনি গত ১১ বছর ধরে ঢাকায় অবস্থান করছেন। মাঝে মধ্যে ফেনীতে আসলেও তিনি নিজ বাড়ীতে প্রবেশ করেন নি। মুলত দ্বন্ধ চলছে জয়নাল হাজারী ও নিজাম হাজারীর মধ্যেই।
সম্প্রতি জয়নাল হাজারীর ছোট ভাই কামাল হাজারীর মৃত্যু হয়। তার জানাজায় ফেনীর সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম হাজারীর দায়ীত্বশীল বক্তব্য শুনে খুশি মনে সকল দ্বন্ধের অবশান করে ঐক্যের ডাক দেন জয়নাল হাজারী।
আরো পড়ুন >>>
তবে ফেনীর রাজনীতির চালকের আসনে থাকা সাংসদ নিজাম হাজারী আনুষ্ঠানিকভাবে সে ঐক্যের ডাক নিয়ে কোন মন্তব্য করেন নি।
#সৈয়দ মনির , বাংলারদর্পণ।