জনগণ উন্নয়নের সরকার চায় : ছাগলনাইয়ায় শিরীন আখতার

ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ায় মুহুরী নদীর উপর মহামায়া সেতু মঙ্গলবার বিকালে উদ্বোধন করেছেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার ।

উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, দেশের জনগণ উন্নয়নের সরকার চায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়, জঙ্গী ও সন্ত্রাস মুক্ত দেশে শান্তিতে থাকতে চায় । তাই বিএনপি- জামাতের জোটের কোন ষড়যন্ত্রে লাভ হবেন । জনগণ তাদের সাথে নেই। ফেনীর ছাগলনাইয়া , ফুলগাজী ও পরশুরাম উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্পের বিবরণ দিয়ে শিরীন আখতার বলেন, বিএনপি নেত্রী এই এলাকা থেকে এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছিল । কিন্তু কোন উন্নয়ন করেননি। তাই জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই সিন্ডিকেট দমন করতে হবে ।

সাবেক ইউপি চেয়ারম্যান কবির আহামদ এর সভাপতিত্বে ও সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন.র পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ, ফুলগাজীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, সহকারি পুলিশ সুপার(ছাগলনাইয়া সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিনু, সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধো আবদুল হাই, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁঞা প্রমূখ। অন্ষ্ঠুান করেন ।

উল্লেখ্য ২০১৯-২০ অর্থ বছরে প্রায় ৭কোটি টাকা ব্যয়ে ফেনী এলজিইডি সেতুটি বাস্তবায়ন করেন। সেতুর দৈর্ঘ্য ৯০ মিটার প্রস্থ ৭.৩ মিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *