জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
ফেনীর ফুলগাজীতে গভীর রাতে মদ পান করে মাতলামি করার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের মো.হালিম (৪১) ও ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামের মো.জয়নাল আবেদীন (৩৮)।
বুধবার (১ জুলাই) রাতে উপজেলার আমজাদ হাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, বুধবার রাতে উপজেলার আমজাদ হাট বাজারে পুলিশ চেকপোস্ট করে। এসময় একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশাকে সিগনাল দিলে তাহারা সিগনাল অমান্য করে চলে যায়।
এসময় পুলিশ তাদের দাওয়া করে আটক করে। পরে ওই অটোরিকশাতে দুইজনকে মাতাল অবস্থায় পাওয়া যায়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দীন জানান, মদ পান করে মাতাল অবস্থায় জনসাধারণের চলাচলের রাস্তায় বেপরোয়া ভাবে ঘোরাফেরার অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। – বাংলারদর্পন