হাতিয়ায় সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার প্রভাষকের মৃত্যু | বাংলারদর্পন 

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইঞ্জিন চালিত নছিমনের চাপায় এক প্রভাষকের মৃত্যু হয়েছে।

নিহত মাওলানা নুরুন্নবী আনসারী (৪৬), উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়া গ্রামের হেদায়েত উল্ল্যার ছেলে এবং হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক ছিলেন।

রোববার (২৮ জুন) বিকেল ৫ টার দিকে তমরদ্দি ইউনিয়নের খবির মিয়া বাজারের পশ্চিম পাশে ওছখালী টু তমরদ্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে প্রভাষক নুরুন্নবী আনসারী আছর নামাজ পড়তে যাওয়ার পথে খবির মিয়া বাজারের পশ্চিম পাশে ইঞ্জিন চালিত দ্রুত গতির নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে তাকে চাপা দেয়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ হাতিয়া উপজেলায় অবৈধ নছিমনের ছড়াছড়ি। অদৃশ্য কারণে স্থানীয় প্রশাসন এসব নিষিদ্ধ ইঞ্জিন চালিত নছিমন গুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে না। উল্টো রাস্তা মাতিয়ে দিব্যি চলছে বিপুল সংখ্যক নছিমন।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত প্রভাষককে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ইঞ্জিন চালিত নছিমন হাতিয়া উপজেলায় নিষিদ্ধ । তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অল্প কিছু নছিমন চলছে বলে জানান তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *