সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
গত ২৩ ডিসেম্বর দৈনিক ভোরের কাগজ ও বাংলারদর্পনে ‘আজো সংরক্ষন হয়নি একাত্তরের স্মৃতিবিজড়িত ক্যাম্পটি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সোনাগাজীর সেই মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ক্যাম্পটি সংরক্ষনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ।
মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে ক্যাম্পটি পরিদর্শনে যান সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ , বীর মুক্তিযোদ্ধা ও ২৮জন শহীদের স্মৃতিবিজড়িত ক্যাম্পটি সংরক্ষন করার জন্য এলজিইডির অর্থায়নে একটি স্মৃতি স্তম্ভ নির্মান করা হবে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, এলজিইডির উপজেলা প্রকৌশলী আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা প্রমূখ। 
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৯ আগস্ট সোনাগাজী হাসপাতাল এলাকায় মুক্তিযোদ্ধাদের সাথে পাক-হানাদার বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। ওই দিনগত রাতে ফেনী থেকে অতিরিক্ত সশস্ত্র বাহিনী এনে স্থানীয় রাজাকারদের সহযোগীতায় উপজেলার বাদামতলি এলাকায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প পানি উন্নয়ন বোর্ডের ওই বাসভবন ও রশিদ মেম্বার বাড়ীসহ অন্তত ৫০টি বাড়ী জ্বালিয়ে দেয় পাক-হানাদার বাহিনী সদস্যরা ।
ওইরাতে ক্যাম্পের দায়ীত্বে থাকা মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মো. বদিউজ্জামান ও দুই নারীসহ ২৮জনকে হত্যা করে পাক-হানাদার বাহিনী সদস্যরা।