বালিগাঁওয়ে ভুমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ে ভুমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুল লতিফ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার ( ২৮ জুন) সন্ধ্যার দিকে ইউনিয়নের উত্তর হকদিতে এ ঘটনা ঘটে। নিহত আবদুল লতিফ হকদি মোহাম্মদ আলী ভূঞা বাড়ির মৃত ওহিদের রহমানের ছেলে।

নিহতের ভাতিজা মোঃ দেলোয়ার জানান, রবিবার সন্ধ্যায় করা মিস্ত্রী বাড়ীর উঠানে তার চাচার ক্রয়কৃত জমিতে টিউবয়েল বসাচ্ছিলেন মোমিন মিস্ত্রী। এ সময় টিউবয়েল স্থাপনে বাধা দিতে গেলে মোমিন ও জাফরসহ তাদের সহযোগিরা আবদুল লতিফ এর উপর করে। একপর্যায়ে এলোপাথাড়ি কিল ঘুষিতে আবদুল লতিফ বুকে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নয়ন দেব নাথ তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন জানান, নিজের কেনা জায়গায় টিউবয়েল বসানোর প্রতিবাদ করতে গেলে মোমিনের লোকজনের হামলায় আবদুল লতিফ নিহত হয়েছেন বলে শুনেছি। তিনি জানান, মোমিন মিস্ত্রীর বাড়ির উঠানে আাবদুল লতিফের ক্রয়সূত্রে মালিকানা রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, তার লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তে মৃত্যুর রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *