ফেনীতে খেলাঘর অায়োজিত “শিশুশ্রম ও মাদককে না বলুন’ কর্মসুচির উদ্বোধন করেছেন কেন্দ্রীয় চেয়ারপার্সন অধ্যাপিকা মাহফুজা খানম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত অাছেন নিজাম উদ্দিন হাজারী এমপি।
শুক্রবার বিকেলে ফেনী পিটিআই মাঠে অনুৃষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টু, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক টিটো দত্ত।
বিশেষ অতিথি অাছেন, জেলা প্রশাসক মনোজ কুমার, কেন্দ্রিয় সাধারন সম্পাদক জহিরুল ইসলাম।