ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামান আর নেই

ফেনী প্রতিনিধি :
চলে গেলেন ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামান। আজ রবিবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ফেনীর প্রবীন এ আইনজীবী ও রাজনীতিক। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

তাঁর বড় ছেলে সাইফুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৯জুন শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে তিনি সিএমএইচ এ ভর্তি হন।পরদিন শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

পরিবার সুত্র জানায়, ওইদিন (শনিবার) রাতে করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর থেকে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়।

এর আগে ফেনীর বাসায় চারদিন ধরে জ্বর-কাশি সহ অসুস্থতা বোধ করছিলেন অ্যাডভোকেট আকরামুজজামান। শুক্রবার শ্বাসকষ্ট বাড়তে থাকলে বিকাল ৫টার দিকে পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যান। সন্ধ্যায় সিএমএইচ এ ভর্তি করা হয়।

অ্যাডভোকেট আকরামুজজামান ছিলেন ফেনীতে রোটারীর অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *