ফেনী প্রতিনিধি >>>
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । ওসি আসলাম শিকতদার জানায়, যুবকের সাথে থাকা ইস্ফাহানি গ্রুপের একটি পরিচয় পত্রে দেখা গেছে তার নাম মোহাম্মদ আবু ইউছুফ। তবে খুনের বিষয়ে কি্ছুই জানা যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর নবী জানান, নোয়াখালীর সীমান্তবর্তী এলাকায় খুন করে মাছিমপুরের একটি ধান ক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এদিকে নোয়াখালীর কোরেশমুন্সী ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হোসেন জানিয়েছেন, নিহত ইউছুফ সেনবাগ উপজেলার কানকির হাটের বাসিন্দা।
-বাংলার দর্পন