ফেনী প্রতিনিধি :
পরিচয় মিলেছে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউপির বেকের বাজের গোলাগোলিতে নিহত সেই ডাকাতদের। উদ্ধার করা হয়েছে তাদের ব্যবহৃত অস্ত্র ও ট্রাকসহ লুট করা মালামালও।
নিহত ডাকাতদলের তিন সদস্যরা- বরগুনার আমতলী উপজেলার তর্কাবনিয়া গ্রামের হোসেন মাতব্বরের ছেলে দুলাল মাতব্বর (৪৫), একই এলাকার আমরাগাছিয়া গ্রামের মতলব মোল্লার ছেলে বাবুল মোল্লা (৩৫) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খামার আক্কেলপুর গ্রামের প্রয়াত মো. ইসমাইলের ছেলে মো. বিদুৎ (৩২)।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, লুট করা ২০ বস্তা চাল, ১ বস্তা পেঁয়াজ, ১ বস্তা রসুন, ৪টি মোবাইল ফোন, ২টি ছোরা, দেশীয় তৈরি বন্দুক ও ৮/১০ রাউন্ড কার্তুজ ।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় আহত হয়েছে দাগনভূঞা থানার এএসআই আলী হোসেন, বাজারের আরেক নৈশপ্রহরী রফিকুল ইসলাম রফিক (৫০) ও ডাকাতদলের সদস্য পটুয়াখালী সদর উপজেলার গেরাখালী গ্রামের আবদুল মালেক পেদার ছেলে দুলাল পেদা (৩০।