ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে লাগাতার আন্দোলন : মোমিন মেহেদী

প্রতিবেদক :

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে লাগাতার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। একই সাথে তথাকথিত এই আইন বাতিল করে গণমাধ্যমবান্ধব যুগোপযুগি আইন করারও আহবান জানিয়েছেন তিনি।

 

সাম্প্রতিক সময়ে সাংবাদিক কাজল, কিশোর সহ বেশ কয়েকজনকে কেন গ্রেফতার করে হয়রানি করা হয়েছে, তারও জবাব তিনি তথ্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চেয়ে বলেন- আপনারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে স্বাধীনতার ৪৯ বছরে এসে কেন নিরাপরাধ মানুষকে কেবল মুক্তচিন্তার সাথে গঠনমূলক সমালোচনার অপরাধে গ্রেফতার করেছেন? কোথায় পেয়েছেন এই সব অন্যায় করার অধিকার? দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদেরকে করোনা পরিস্থিতিতেই নিঃশর্ত মুক্তি না দিলে লাগাতার আন্দোলনের পাশাপাশি বিশ্বগণমাধ্যমের স্মরণাপন্ন হবো বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে।

 

তোপখানা রোডস্থ কার্যালয়ে ১৯ জুন বিকেল ৫ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিরাপত্তা নয় বিষফোঁড়া’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি উপরোক্ত কথা বলেন।

 

সামাজিক দূরত্ব বজায় রেখে ভাইস চেয়ারম্যান নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *