তফসিল পেছাল ৭দিন, ৩০ ডিসেম্বর ভোট | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনের তফসিল পিছিয়েছে। পুন:তফসিল অনুযায়ী, ভোট হবে ৩০ ডিসেম্বর। আর মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর। আজ বেলা সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা পুন:তফসিল ঘোষণা করেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার নিয়ে একটি কার্যক্রম চলছে। এই কার্যক্রমের অনুষ্ঠানে বক্তব্য দানকালে সিইসি পুন:তফসিলের কথা জানান।

এর আগে গত ৮ নভেম্বর সিইসি একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছিলেন। ওই সময় তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা বলা হয়েছিল। তবে পুন:তফসিল অনুযায়ী ভোটের দিন ৭ দিন পেছাল।

তবে তফসিল ঘোষণার পর থেকেই জাতীয় ঐক্যফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক জোট ও দল তফসিল পেছানোর দাবি তুলেছিল। কয়েকটি দলের পক্ষ থেকে তফসিল পোছানোর জন্য নির্বাচন কমিশন বরাবার আবেদনও করা হয়। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, সব দলের মত তফসিল পেছানোর পক্ষে থাকলে তাঁদের পক্ষ থেকেও কোনো আপত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *