আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগকে পরিচালিত করবো – ভারপ্রাপ্ত সভাপতি

নিউজ ডেস্কঃ
সদ্য দায়িত্ব পাওয়া বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগকে পরিচালিত করবো। তিনি যেভাবে বলবেন ঠিক সেই ভাবে ছাত্রলীগ চলবে। কোনো টেন্ডারবাজ বা চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করবো।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কারো বিরুদ্ধে যদি চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগের প্রমাণ পায় এবং তারা যদি ছাত্রলীগের সুনাম নষ্ট করে তাহলে সাথে সাথেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী দশমাসের মধ্যে সবগুলো কমিটি তৈরি করে একটি সুন্দর সম্মেলন উপহার দিতে হবে। ছাত্রলীগকে নিয়ে যাতে সাংবাদিকরা কোনো নেতিবাচক প্রশ্ন করতে না পারেন, আমরা সেই পর্যায়ে ছাত্রলীগকে নিয়ে যাবো। এটা বাস্তবায়ন করতে পারলে আমরা খুশি থাকবো।

একই সঙ্গে আগের নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করব। ছাত্রলীগকে একটি ব্যানারের নিচে দাঁড় করাতে চাই। এখানে অমুকের তমুকের ছাত্রলীগ বলতে কিছু থাকবে না। ছাত্রলীগ একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার ছাত্রলীগ।

আগামীকাল সোমবার সকাল ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা। পরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন বলে দায়িত্বপ্রাপ্ত এই নেতারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *