বারাসাত থানার  সামনে দিনে দুপুরে ৭৫ হাজার টাকা ছিনতাই | বাংলারদর্পন

কলকাতা সংবাদদাতাঃ

বারাসাত থানার সামনে  একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পুজোর কেনা কাটার জন্য ৭৫ হাজার টাকা তোলেন ,দত্তপুকুরে বাসিন্দা প্রাক্তন পুলিশ কর্মী সুধীর কুমার দাস ।

টাকা তুলে নিয়ে স্থানীয় একটি  চায়ের দোকানে চা খেয়ে দ্বিতীয় বারের জন্য ব্যাংক গিয়ে দেখেন তাঁর ব্যাগ ব্লেট দিয়ে কাটা । তার ব্যাগ থাকা ৭৫ হাজার টাকা উধাও । সাথে সাথে বারাসাত থানায় গিয়ে অভিযোগ  অভিযোগ করেন ওই  বৃদ্ধ ।

 

বারাসাত থানার ঠিক উল্টো দিকে বারাসাত এস বি আই ব্যাঙ্ক একাধিক সিসি ক্যামেরা লাগানো সেখান থেকে দিনে দুপুরে ব্যাগ কেটে টাকা তুলে নিল না ব্যাঙ্কের মধ্যেই ব্যাগ কাটলো তার তদন্তে ও  অভিযুক্তের খোঁজে  বারাসাত থানার পুলিশ

ছবিতে – ভুক্তভোগি বৃদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *