চাঁদপুরে অস্ত্রসহ ৮ স্কুলছাত্র আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ধারালো অস্ত্রসহ ৮ স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাদের আটক করে পুরাণবাজার পুলিশ ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হচ্ছে- কোড়ালিয়ার মিলন কসাইর ছেলে রাকিব, প্রফেসরপাড়ার হাতেমের ছেলে নাসিম, পালপাড়া শওকত আলীর ছেলে রায়হান, নজরুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম, বিপনীবাগ তালতলার শাহআলম ভুইয়া মামুনের ছেলে ইরান, গুনরাজদীর সফিক পাটওয়ারীর ছেলে সুশান, ব্যাংক কলোনীর আঃ কুদ্দুছের ছেলে শাহিদুর রহমান, হাজী মহসিন রোডের দেলোয়ার হোসেনের ছেলে নাবিল ও দাসদী গাজির হাটের গোলাপ খানের ছেলে ফয়েজ। এদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৮ বছর হবে। তাদের সাথে স্কুলব্যাগও ছিলো।
চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই জাহাঙ্গীর আলম জানান, স্কুল পড়ুয়া দু’দল ছাত্রের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে মারামারি হয়। এক পর্যায়ে এক পক্ষ সংঘবদ্ধ হয়ে অপর পক্ষের উপর হামলা করার জন্য ধারালো অস্ত্র নিয়ে জুট মিলের পাশে পূর্বশ্রীরামদী পানির ট্যাংকি নদীর পাড়ে অবস্থান করছে এমন খবর ওই এলাকার লোকজন জানালে এএসআই শামীমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে অস্ত্রসহ ছাত্রদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা হযেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *