রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের রামগড় শাখার সংগঠক ক্যাপসিরাই ত্রিপুরা অপু কে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র, চাঁদার রশিদ, নগদ টাকাসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত অপু দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কার্বারী পাড়ার খিরেন্দ্র ত্রিপুরার ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গত ৪ঠা জুন বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ির রামগড় উপজেলার নাভাঙ্গা নামক এলাকায় ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা চাঁদাবাজির উদ্দেশ্যে একত্রিত হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাটনাতলী সেনা ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে গহীন জঙ্গল থেকে ইউপিডিএফের রামগড় ইউনিটের সংগঠক অপুকে আটক করে। ।
এ সময় তার আস্তানা থেকে চাঁদা আদায়ের দুইশত ১৬টি রশিদ বই, নগদ ৩৯ হাজার ৭শত ৫১ টাকা, ছয়টি মোবাইল ফোন, ব্যাগ ও ব্যবহারের কাপড়, সংগঠনের বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, ৪শত ৫০টি লিফলেট, সংগঠনের মাসিক ও বাৎসরিক হিসাব বই, দলীয় পতাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর অপুর দেয়া তথ্য অনুযায়ী ৫ জুন বিকালে মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় সন্ত্রাসীদের অপর আস্তানায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। এ সময় আটক অপু’র দেখানো আস্তানা থেকে ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ১টি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক অপু সহ উদ্ধারকৃত অস্ত্র, গুলি ম্যাগজিন ঐ দিন সন্ধ্যার পর মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক অপু একাধিক মামলার আসামী।
সে দীর্ঘ ১ যুগের অধিক সময় ধরে মানিকছড়ি ও রামগড় উপজেলা বিশাল জনপদে সন্ত্রাসের ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র, সন্ত্রাস দমন ও চাঁদাবাজি আইনে মামলা দায়ের করা হয়েছে।