রামগড়ে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ অভিযান

মোশারফ হোসেন,
রামগড় :
করোনাভাইরাস এর কারনে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হল পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের রামগড় উপজেলার সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে রামগড় উপজেলা প্রেস ক্লাবে নতুন সদস্যদের ফরম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয় ।সদস্য সংগ্রহ অভিযানে সংগঠনটির রামগড় উপজেলা সমন্বয়ক ও খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন।

রামগড় পৌরসভার মাষ্টার পাড়ার মো:রিয়াজ উদ্দিন রিপন এর সদস্য ফরম পুরনের মধ্যদিয়ে সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন করে প্রধান অতিথি। এসময় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে আবুল খায়ের কন্ট্রাকটার, আবদুল সাত্তার, মানবাধিকার কর্মী মো: আনোয়ার হোসেন সদস্য ফরম পূরণ করে নাগরিক পরিষদের সদস্য হয়।
অনুষ্ঠানে জেলা শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক শিহাব রহমান সহ ছাত্রপরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

রামগড় উপজেলা সমম্নয়ক নিজাম উদ্দিন জানায় রামগড় উপজেলায় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের পাশাপাশি অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আলাদা আলাদা ফরমের মাধ্যমে সদস্য সংগ্রহের কাজ চলমান আছে। যে কোন ব্যক্তি ফরম পূরণ করে সদস্য হতে পারবে। প্রতিটি ফরমের মুল্য ২০ টাকা, তবে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য যে কেউ যেকোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করতে পারবে বলেও জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *