শেখ সিরাজউদ্দৌলা লিংকন, খুলনা,
খুলনা -৬ আসনের এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামীলীগই একমাত্র দল যে দলটি যেকোনো ধরনের দুর্যোগের সময় দেশের মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। ভবিষ্যতে এই দলটি জনগণকে সঙ্গে নিয়ে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস করোনা ভাইরাস সহ সব ধরনের সংকট মোকাবেলা করে এগিয়ে যাবে ।
৬জুন শনিবার সকাল এগারো টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতকল্পে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন ঘূর্ণিঝড় আইলা থেকে শুরু করে ফনী বুলবুল আমরা মোকাবেলা করে এসেছি সকলের প্রচেষ্টায় এই সংকট মোকাবেলার ক্ষেত্রেও জনগণের পাশে থেকে ইনশাল্লাহ জয়ী হব।
তিনি বলেন উপকূলীয় অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণে ইতোমধ্যে একনেকে সাড়ে 3শ কোটি টাকা পাস হয়েছে। আগামী অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে, এবং আগামী ২০২৩ সাল নাগাদ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সুপেয় পানি নিশ্চিতকরণসহ দুর্গত এলাকার সকল রাস্তাঘাট শিগগিরই ঠিক করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে পানি মুক্ত হতে উপজেলা বাসির সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে উপস্তিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাড কমলেশ কুমার সানা, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, কয়রা থানার ওসি (তদন্ত) এস এম শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, সদর ইউপি চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবিরসহ উপজেলার সকল জন প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল দশটায় তিনি জনস্বাস্থ্য প্রকৌশল এর উদ্যোগে দুর্গত মানুষের মাঝে পানির জলাধার ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করেন।
পরে বিকেল চারটায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মহসিন রেজার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ নেতৃবৃন্দের সাথে তিনি (এমপি) মতবিনিময় করেন। এসময় আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলারদর্পন