শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: ঢাকায় অনুষ্ঠিত ৩৪তম জাতীয় জুনিয়র ( বয়সভিত্তিক) এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৮ এ সাতক্ষীরা জেলা থেকে ৪ জন এ্যাথলেথ অংশগ্রহন করে ১টি গোল্ড ও ১টি সিলভার পদক অর্জন করেছে। দলের কৃষ্ণ মন্ডল অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান। শারমিন শটপুট ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করে এবং জায়মুল হাসান অপু ২০০ ও ৪০০ মিঃ দৌড় ইভেন্টে রৌপ্য পদক অর্জন করে। শামীম মোল্লা ৮০০মিঃ দৌড় এ ৩৫জন প্রতিযোগীর মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে। সাতক্ষীরা জেলা দলের টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স এবং প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এ্যাথলেটিক্স উপ-কমিটির সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান। সাতক্ষীরা জেলার এই সাফল্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন এবং সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান সহ সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং আগামীতে এ্যাথলেটিক্স এর এই সাফল্য ধরে রাখার আহবান জানান।
Related Posts
বৈডাঙ্গা পশুহাটে ব্যাাপক লোক সমাগম করেই চলে রমরমা বেঁচা-কেনা !
ঝিনাইদহঃ স্তব্ধ নিরব পুরো পৃথিবী এখন মহামারি করোনা ভাইরাসের ভয়ে, বাংলাদেশেও একই অবস্থা, ৬৪ জেলার মধ্যে গ্রিন জোন হিসাবে চিহ্নিত…
ঝিনাইদহে আমন চাল সংগ্রহ শুরু – বাংলারদর্পন
মােস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ : ঝিনাইদহে চলতি মৌসুমে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। সদর উপজেলা খাদ্য গুদাম এ…
খুলনা খালিশপুরে জমজমাট মাদকের হাট!
ইশরাত ইভা >> দুপুর গড়িয়ে বিকাল। ব্যস্ততম গলির মোড়ে দাঁড়িয়ে আছে কয়েক যুবক। এগুতেই একটি পলিথিন উঁচু করে ধরে…