শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: ঢাকায় অনুষ্ঠিত ৩৪তম জাতীয় জুনিয়র ( বয়সভিত্তিক) এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৮ এ সাতক্ষীরা জেলা থেকে ৪ জন এ্যাথলেথ অংশগ্রহন করে ১টি গোল্ড ও ১টি সিলভার পদক অর্জন করেছে। দলের কৃষ্ণ মন্ডল অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান। শারমিন শটপুট ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করে এবং জায়মুল হাসান অপু ২০০ ও ৪০০ মিঃ দৌড় ইভেন্টে রৌপ্য পদক অর্জন করে। শামীম মোল্লা ৮০০মিঃ দৌড় এ ৩৫জন প্রতিযোগীর মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে। সাতক্ষীরা জেলা দলের টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স এবং প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এ্যাথলেটিক্স উপ-কমিটির সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান। সাতক্ষীরা জেলার এই সাফল্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন এবং সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান সহ সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং আগামীতে এ্যাথলেটিক্স এর এই সাফল্য ধরে রাখার আহবান জানান।
Related Posts
কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
এস কে সুমন, যশোর : কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও নোংরা পরিবেশের কারণে ভ্রাম্যমাণ আদালত ৩…
ঝিনাইদহে ৭ সন্তান নিয়ে অনাহারে এক মা, নেই মাথা গোঁজার ঠাঁই !
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামে জঙ্গলে ঘেরা খালের ধারে নড়বড়ে বাড়িতে ৭ সন্তান নিয়ে বসবাস…
হিজড়াদের তান্ডবে করোনার দুর্যোগের মধ্যে অতিষ্ঠ গ্রামাঞ্চলের মানুষ
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাচ্চা লাচাইতে (নাচাতে) দে, নইলে তোরা বিপদে পড়বি! বাচ্চা পানিতে পড়বো, করোনায় মরবো। এমন…