ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে করোনায় নিহত ও আক্রান্তদের পবিরাবকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে জনপ্রতি ৫হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বাড়ী বাড়ী গিয়ে অনুদানের চেক পরিবারের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বাংলারদর্পনকে জানান, কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন উপজেলার চর মজলিশপুরের চান্দলা জামে মসজিদের ঈমাম মাওলানা হাফিজ আহমেদ ও নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের স্বাস্থ্যকর্মী মিজানুর রহমান । দুটি পরিবার অসচ্ছল হওয়ায় তাদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত ৫হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
তিনি আরো জানান, এছাড়া করোনায় আক্রান্ত নিম্মমধ্যবিত্ত ৫টি পরিবারকে জনপ্রতি ৫হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে । তারা হলেন, জিৎপুর গ্রামের দুলাল দাস, সৈয়দপুর গ্রামের মাহমুদুল হাসান, দৌলতকান্দি গ্রামের আবুল কাশেম রাজু ও আবদুল হালিম এবং আলমপুর গ্রামের কামাল উদ্দিন ।
চেক বিতরন কালে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রবিউজ্জামান বাবু, ইসহাক খোকন, প্রকল্প কর্মকর্তা আল নোমান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বাংলারদর্পন