করোনায় হাজীগঞ্জে যুবদল নেতা ও ছাত্রীসহ ৩ জনের মৃত্যু- বাংলারদর্পন

প্রতিবেদক :
হাজীগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক আবদুল আউয়াল সর্দার করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটের সময় নিজ বাড়িতে জ্বর ও শ্বাসকষ্টে মারা যান। তিনি ২ ছেলের জনক।

আউয়াল হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ সর্দারবাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার তার করোনা নমুনা সংগ্রহ করা হয়। তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, করোনা আসার আগে থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ আবু বকর ছিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার বাদ জুমা জানাজার নামাজ শেষে করোনায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য টিম তাদের দাফন করে।

গত ২৪ ঘণ্টায় হাজীগঞ্জে করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ২ জনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিলায় মিথিলা নামে এক স্কুলছাত্রী করোনায় মারা গেছে। সে বাকিলার মোবাশ্বের আলমের মেয়ে।

মিথিলা ঢাকায় ডাক্তার দেখাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়। শুক্রবার তাকে দাফন করা হয়। এ দিকে বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ মাদ্দাখাঁ (র.) মসজিদের সহকারী ইমাম হাফেজ সামছুদ্দোহা মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোয়েব আহমেদ চিশতী।- বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *