ফেনী প্রতিনিধি :
ফেনীতে চার মাদক ব্যবসায়ীর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে শহরের মাষ্টার পাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালালে মাদক বিক্রয়, সেবন ও বহনের অভিযোগে কবির আহম্মেদ, মো. আবুল ফয়েজ সুমন, সালাম উদ্দিন হাজারি ও আবুল কালাম মিনারকে আটক করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, শহরের চিহ্নিত মাদক স্পট মাষ্টার পাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় মাস্টার পাড়ার টিপু হাজারির বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন পাঁচ মাদক ব্যবসায়ী।
তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেন্সিডিল, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করে। পরে আটককৃতরা আদালতের কাছে দোষ স্বীকার করলে বিচারক সোহেল রানা আসামী কবির আহম্মেদ ও মো. আবুল ফয়েজ সুমনকে ছয় মাসের কারাদন্ড, সালাম উদ্দিন হাজারিকে সাত দিন ও আবুল কালাম মিনারকে তিন দিনের কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত আসামীদের বিকেলে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।
একই সময় আটক অপর মাদক ব্যবসায়ী শাহ আলমের বিরুদ্ধে ফেনী মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে পরিদর্শককে নির্দেশ প্রদান করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমানসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।