সোনাগাজী ( ফেনী) প্রতিনিধি :
দুর্নীতির বড়পুত্র খ্যাত সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামানকে তাৎক্ষনিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করে খাগড়াছড়ি জেলায় গুইমারায় বদলী করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১৯ সেপ্টেম্বর এ আদেশের পর উপজেলা শিক্ষা দপ্তর ও শিক্ষকবৃন্দ মিস্টি বিতরন করেছেণ।
জানা যায়, ছোটদের শেখ হাসিনা নামক বই বিক্রয়কালে অতিরিক্ত টাকা আদায় করায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দেয় শিক্ষক । উক্ত দুর্নীতির অভিযোগে সাক্ষীদানকারী শিক্ষকদের নানানভাবে হয়রানি করেন হিটলারুজ্জামান।
তাঁর বিরুদ্ধে আবারো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ দেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাঁর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করে দেন । উক্ত কমিটির অভিযোগ প্রমান পাওয়ার পর ১৯ সেপ্টেম্বর তাকে তাৎক্ষনিক অবমুক্ত করেছেন।