ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি মিজানুর রহমান (৩৫) আর নেই। রবিবার সকাল ১১ঘটিকায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করেন।
সে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বীর মু্ক্তিযোদ্ধা মকসুদ আহম্মদের ছেলে ।
তার ভাই যুবলীগ নেতা আইয়ুব খান সবুজ জানায়, তিনি দীর্ঘদিন মরনব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, নির্বাহি অফিসার অজিত দেব, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ উৎপল দাস, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ, সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি দিদারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলারদর্পন।