ফেনী’ প্রতিনিধি :
সোনাগাজী মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত মাদক বিক্রেতা সবুজ প্রকাশ গুরা মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বাংলারদর্পনকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে মঙ্গলকান্দি ইউনিয়নস্থ লকুর দোকান সংলগ্ন তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এসময় একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরি অস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।
সবুজের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, মাদক, ডাকাতি,অস্ত্র মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। তবে সবুজের পরিবারের দাবি সকল মামলায় সে জামিনে আছে, তবুও তাকে গ্রেপ্তার করে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।
বাংলারদর্পন।