ফেনী প্রতিনিধি :
ফেনীতে সরকারি ত্রাণের চাল চাওয়ায় আবুল কাশেম নামের এক রাজমিস্ত্রীর উপর কাউন্সিলর মনির আহম্মদ হামলা-মারধর চালানোর অভিযোগ উঠেছে।শুক্রবার পৌরসভার ১৪ নং ওয়ার্ড এলাকার পশ্চিম রামপুর মেহেদী সাঈদী জামে মসজিদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।খবর পেয়ে গনমাধ্যমকর্মীরা এলাকায় গিয়ে তার দেখা পাননি।
স্থানীয়রা জানান, কাউন্সিলর মনিরের হুমকির মুখে রাজমিস্ত্রী কাশেম গা ঢাকা দিয়েছেন।তার স্ত্রী জানিয়েছেন, কাউন্সিলর বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা করবেন বলে জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মনির বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপপ্রচার করছে।অবশ্য তার ধমকে দৌঁড়ে গিয়ে রাজমিস্ত্রী কাশেম আঘাতপ্রাপ্ত হন বলে তিনি স্বীকার করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজমিস্ত্রীর উপর কাউন্সিলর মনিরের হামলার ভিডিও ভাইরাল হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।
এর আগে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানকালে ভ্রাম্যমান আদালতের উপর হামলা করে কাউন্সিলর মনির।এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়। বাংলারদর্পন