ফেনী প্রতিনিধি >>
ফেনী জজ কোর্টের আইনজীবি মো. কলমদার হায়দারের চেম্বারে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে সুফি সদর উদ্দিন সড়ক এলাকার হায়দার কটেজ’র নীচ তলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এড. জাহাঙ্গীর অালম নান্টু জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত নয়টার দিকে কাজ শেষে বাসায় ফেরেন তিনি। গভীর রাতে কে বা কাহারা বাড়ীর দারোয়ানের ঘরের দরজা আটকিয়ে ওই চেম্বারের পেছনের দিকে লোহার খন্তা দিয়ে দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অগ্নিসংযোগ করে। এসময় কম্পিউটার, চেয়ার, টেবিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তিনি আরো জানান, এডভোকেট মো. কলমদার হায়দার দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে ঢাকায় অবস্থা করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক নুরুল আমিন বলেন, ঘটনার তদন্ত চলছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।