মোশারফ হোসেন, রামগড় ;
গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলার নাকাপা বাজার হাইস্কুল যাত্রীচাউনি সংলগ্ন রামগড়-খাগড়াছড়ি সড়কে ৪ নারীর ব্যাগ তল্লাশি করে ৪১টি স্যালাইনের প্যাকেটজাত দেশীয় তৈরী ৪১ লিটার মদ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
পুলিশ ও স্থানিয়রা জনান, মঙ্গলবার সন্ধার দিকে পুলিশের একটি দল ৪ মহিলার বাজার ব্যাগ তল্লাশি করলে এসব মদ পাওয়া গেলে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার ছালেহপুর সুবর্ণচর গ্রামের আজাদ মিয়া স্ত্রী মুন্নি আক্তার (৪০), চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার কর্ণেল হাট এলাকার জসিম উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার পারভীন (৩৭), অপর দুইজন রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মারমা পাড়ার নিজাই মং মারমার স্ত্রী মায়াবী মারমা (৪০) এবং মথৈ চিং মারমার স্ত্রী মাসাং মারমা।
আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে রামগড় মামলা হয়েছে।