মিরসরাইয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৪

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছেপুলিশ। উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ হাজার ১ শত
৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারকৃতরা হলো মাদক সম্রাট দাউদুল ইসলাম প্রকাশ সোহাগ (৩৫), জামশেদ আলম (২৯), সাইফুল ইসলাম, (৩১), ইব্রাহিম হোসেন (২২)।

রোববার রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর ওয়াপদা রোডের কামাল মার্কেটের ৩য় তলায় পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেফতার করে। সোমবার (৯ মার্চ) গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার
মেহেদীনগর ওয়াপদা রোডের কামাল মার্কেটের ৩য় তলায় একটি কক্ষে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। মাদক সম্রাট দাউদুল ইসলাম প্রকাশ সোহাগের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৫ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *