প্রতিবদেক :
বাংলাদেশে করোনা মোকাবিলায় যৌথ সহায়তা হিসেবে ভারতের র্যাপিড রেসপন্স বা সেনাবাহিনীর টিম পাঠানো বিষয়ে এখনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তবে তিনি বলেছেন, প্রাণঘাতী কোভিড-১৯ নিয়ে কাজ করার ক্ষেত্রে ভারতের সহায়তার আগ্রহ থাকতেই পারে ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার চমৎকার সম্পর্ক আমাদের সশস্ত্রবাহিনীর মধ্যেও প্রতিফলিত হয়। তাছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে শহীদ-মুক্তিযোদ্ধা বৃত্তি, যৌথ অনুশীলন, পারস্পরিক প্রশিক্ষণ কোর্স যৌথভাবে আয়োজনের ইতিহাসও রয়েছে। ভারত র্যাপিড রেসপন্স টিম পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে চাইলে সেটা আমরা জানাবো।
এর আগে বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় ভারতের র্যাপিড রেসপন্স টিম বা সেনাবাহিনীর টিম পাঠানো বিষয়ে জিনিউজসহ ভারতীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, কয়েকটি ভাগে ভাগ করে ভুটান, শ্রীলংকা ও আফগানিস্তানে র্যাপিড রেসপন্স টিমের সদস্যদের পাঠাবে দেশটি। করোনাভাইরাসে সাহায্যের প্রতিশ্রুতি হিসেবে এসব টিম পাঠানো হবে বলে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই’র বরাতে খবর প্রকাশ করে দ্যা প্রিন্ট। এসব পত্রিকার বরাত দিয়ে ভোরের কাগজেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।
এর আগে গত ১৫ মার্চ সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠকের সময় করোনাভাইরাস মহামারি মোকাবিলায় একে অপরকে বিশেষজ্ঞ সহযোগিতা দেয়ার বিষয়ে আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় ভারতীয় বিশেষজ্ঞ দল আফগানিস্তান, ভুটান, নেপাল ও বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়। ভারত এরই মধ্যে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠিয়েছে। বাংলারদর্পন