প্রতিবদেক :
করোনা ভাইরাসের কারণে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কয়েক দশক পর প্রথমবারের মতো চীনের অর্থনীতি সঙ্কুচিত হয়ে আসছে। বিশ্বের ২য় বৃহৎ অর্থনীতির দেশটির ৬.৮ শতাংশ মার্কেট হ্রাস পেয়েছে। তবে দেশটির অর্থনৈতিক আঘাত আরো অনেক দেশকে মারাত্মকভাবে ভোগান্তিতে ফেলবে।
উৎপাদন, পণ্য ও সেবা খাতে চীন অন্যান্য দেশের প্রধান যোগানদাতা হিসেবে কাজ করে থাকে। ১৯৯২ সালের পর এ প্রথম চীনের অর্থনীতি এ বছরের প্রথম তিন মাসের হিসেবে সব সূচক নিন্মগামী ছিল। গত বছর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ চলাকলীন সময়েও দেশটি ৬.৪ শতাংশ অর্থাৎ খুব ভালো প্রবৃদ্ধি অর্জন করেছিল। গত ২ দশকে দেশটি প্রায় ৯% করে প্রবৃদ্ধি অর্জন করে আসছে।
করোন প্রভাবে দেশটিতে অর্থনৈতিক স্থবিরতা নেমে আসবে সেটা আগে থেকেই বলা হচ্ছিলো তবে ধারণার চেয়ে বেশি মন্দায় পড়েছে দেশটির অর্থনীতি। তাছাড়া ফেব্রুয়ারিতে বেকারত্ব দাড়িয়েছে ৬.২ শতাংশে। ফলে চীনের থেকে শিক্ষা নিয়ে অসেক দেম তাদের অর্থনীতি একনই বিবিন্ন পদক্ষেপ নেয়া শুরু করছে। বাংলারদর্পন