নিউজ ডেস্ক :
দেশের রাজনীতিতে সম্প্রতি বেশ আলোচিত হয়ে উঠেছে সদ্য গঠিত রাজনৈতিক জোট ‘যুক্তফ্রন্ট’।
এ জোটের অন্যতম নেতা ড. কামাল হোসেন। বিএনপির সঙ্গে তাদের ঐক্যের প্রশ্নের ফ্রন্টের বর্তমান অবস্থা জানিয়েছেন তিনি।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্ট ও এর কয়েকজন সংগঠককে নিয়ে নানা মন্তব্য করেন।
এ প্রেক্ষিতে ড. কামালের হোসেনের প্রতিক্রিয়া তুলে ধরে খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া কামাল হোসেনের বক্তব্যের একপর্যায়ে তাদের সঙ্গে বিএনপির ঐক্য হতে পারে কিনা জানতে চাইলে কামাল হোসেন বলেন, এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো কথা হয়নি। তবে এ বিষয়ে নীতিগত ইস্যুতে আলোচনার প্রয়োজন রয়েছে। যদি হয় তখন দেখা যাবে।