বাংলারদর্পন :
ফাঁস কার্যকর করার আগে ঢাকা কেন্দ্রীয় কারা মসজিদের ইমাম বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি মাজেদকে তওবা পড়িয়েছেন। তওবা পড়ার সময় মাজেদ চিৎকার করে কেঁদেছেন। শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত ১২টায় কেন্দ্রীয় কারাগারে মাজেদের ফাঁসি কার্যকর হয়।
এর আগে ফাঁসির কার্যক্রম পরিদর্শনে কেন্দ্রীয় কারাগারে এসেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।
মাজেদের লাশ দাফন করার জন্য ভোলায় নেয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। যদিও এলাকাবাসী ভোলায় তার লাশ দাফনে বাধা দেয়ার কথা জানিয়েছে।
এ ঘটনায় বিপাকে পড়েছেন কারা কর্তৃপক্ষ। তবে বিশেষ ব্যবস্থায় মাজেদের লাশ ভোলায় পাঠানো হবে ও দাফন করা হবে বলেও প্রস্তুতি নিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। বাংলারদর্পন