ফুলগাজীতে হতদরিদ্রের ৬বস্তা চাল পাওয়া গেলো প্রবাসীর বাড়িতে : গ্রেপ্তার ১ | বাংলারদর্পন

জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুলতানা নাসরিন কান্তা ১১ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক প্রবাসীর বাড়ি থেকে ত্রিশ কেজি ওজনের ৬ বস্তা চাল উদ্ধার করেন।
এসময় চালসহ জাকির হোসেন মজুমদার (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন।

আটককৃত ব্যক্তি উপজেলার আমজাদ হাট ইউনিয়নের ফেনাপুস্করণি গ্রামের হাবিবুল্লাহ মজুমদারের ছেলে।

অভিযানের বিষয়টি টের পেয় স্হানীয় ডিলার যুবলীগ নেতা আব্দুল আউয়াল ওরফে নান্নু (৩৮) পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, নান্নু আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়:- দশ টাকা দরে হতদরিদ্রের জন্য সরকার ৫ কেজি করে কার্ডের মাধ্যমে চাল বরাদ্দ দেন। কিন্তু স্হানীয় ডিলার আবদুল আউয়াল ওরফে নান্নু তা রাতের অাঁধারে প্রবাসী জাকির হোসেন মজুমদারের নিকট ৬ বস্তা চাল বিক্রি করেন।
বিষয়টি সহকারী কমিশনার (ভুমি) জানতে পেরে শনিবার সন্ধ্যায় অভিযান চালালে উক্ত ৬ বস্তা চালসহ জাকির হোসেনকে আটক করে থানায় সোপর্দ করেন।

তবে অভিযানের বিষয়টি জানতে পেরে স্থানীয় আমজাদ হাট বাজারের ডিলার আবদুল আউয়াল ওরফে নান্নু সটকে পড়ে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মো: কুতুব উদ্দীন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “হতদরিদ্রের চাল আত্মসাতের অভিযোগে জাকির হোসেন মজুমদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ডিলার আবদুল আউয়াল নান্নুসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।” ছবি প্রতিকি। বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *