বি চৌধুরীর বাসায় সাড়ে ৩ ঘন্টার বৈঠক করলেন রব-মান্না | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান এ কিউ এম বি চৌধুরীর বাসায় বৈঠক করলেন আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না। বিষয়টি ভোরের পাতাকে নিশ্চিত করে মাহদুদুর রহমান মান্না বলেছেন, মঙ্গলবার রাত ৮ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বি ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারা বাসায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক প্রসঙ্গে মান্না ভোরের পাতাকে বলেন, ‘যারা দেশ নিয়ে ভাবে, দেশের কথা চিন্তা করে, তারা সবাই একসঙ্গে বসেছিলাম।’

আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরে তৃতীয় জোট যুক্তফ্রন্টকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ভবিষ্যত রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ করতেই এ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *