রামগড়ে বিজিবির জুডো প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত | বাংলারদর্পন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিন-পূর্ব রিজিয়নের তত্ত্বাবধানে, গুইমারা সেক্টরের পরিচালনায় ও ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃরিজিয়ন জুডো প্রতিযোগিতা- ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে ৪৩ বিজিবি’র সদর দপ্তর মাঠে অনুষ্ঠিত এ খেলায় ১১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে চট্টগ্রাম রিজিয়ন চ্যাম্পিয়ন ও ৬টি রৌপ্য ও ৭টি তাম্র পদক পেয়ে কক্সবাজার রিজিয়ন রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন, বিজিবিএম (বার), পিএইচডি। এসময় অন্যান্যদের মধ্যে গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচএম সেলিম হাসান, ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তারিকুল হাকিমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, মনোবল ও খেলোয়াড়সুলভ আচার আচরণ সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে খেলার সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *