গণমাধ্যমকর্মীদের নির্যাতন ও মিথ্যা মামলা’র প্রতিবাদে বিএমএসএফ’র মানববন্ধন

ফেনী প্রতিনিধি :
মানবজমিন সম্পাদক মতিউর রহমান, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম, চট্টগ্রামে বিএমএসএফ সভাপতি কেএম রুবেল ও ফেনী প্রেসক্লাব সভাপতি জসিম মাহমুদ’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং ফটোসাংবাদিক কাজলকে অপহরন এর প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।

সোমবার সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএমএসএফ ফেনী শাখার সহ সভাপতি সাঈদ খান’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাব সভাপতি জসিম মাহমুদ, সহ সভাপতি শেহাব উদ্দিন লিটন, সাবেক সাধারন সম্পাদক এনএন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক যতন মজুমদার ,

বিএমএসএফ ফেনী শাখার সহ সভাপতি ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক কাফি দিদার , সাদ্দাম হোসেন গনি, কোষাধ্যক্ষ আহসান উল্লাহ, নির্বাহী সদস্য বেলাল হোসেন, কাজী নোমান , তোফায়েল আহমেদ মিলন, এমদাদ খান, ফুলগাজী শাখার সভাপতি কবির আহমেদ নাছির , সদর শাখার সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, দাগনভূঞা শাখার সভাপতি এমএম রহমান সোহেল, সোনাগাজী শাখার সভাপতি গাজী হানিফ, সহ সভাপতি ওবায়দুল হক, সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন, যুগ্ন সম্পাদক ইকবাল হোসাইন প্রমুখ।

এছাড়া সংহতি প্রকাশ করেন বামাসের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাব সাধারন সম্পাদক ইউসুফ আলী , কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সংগঠক এহতেশামুল হক , হিন্দু মহাজোট নেতা অজিত রায় প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক দমনে অনেক আইন আছে কিন্তু সাংবাদিক সুরক্ষায় কোন আইন নাই। সারাদেশে সাংবাদিক নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। নইলে লাঘাতার কলম বিরতি পালন করবে বিএমএসএফসহ সকল সাংবাদিক সংগঠন। বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *