ফুলবাড়ী সীমান্তে বি জি বি ও বি এস এফ  এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযােগিতা অনুষ্ঠিত 

 

 

মাে. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ২৯বি জি বি ও ভারতের ২৮ বি এস এফ এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযােগিতা খেলা অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বি জি বির আয়ােজনে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বি জি বি ও বি এস এফ এর মধ্যে পারস্পারিক আস্তা ও বিস্বাস সুদঢ় করার লক্ষে  শনিবার বিকেল ৪টায় ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার নং ৩০২ এর ৩০২ এর অর্নস সংলগ্ন জলপাইতলী বিওপির কালীর মন্দির মাঠে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ২৯বি জি বি ও ভারতের ২৮ বি এস এফ এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুর প্রথমে ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। শুভেচ্ছা বিনিময় শেষে বেলুন উড়িয়ে প্রীতি ভলিবল প্রতিযোগিতা খেলার শুভ উদ্ভোধন করেন দিনাজপুরর সেক্টর কমান্ডার কর্নেল মাে. জাকির হােসেন ও ২৯ বি জি বি‘র অধিনায়ক লে. কর্নেল মাে. কােরবান আলী।

খেলায় ভারতের ২৮ বি এস এফ ব্যাটালিয়নের খেলােয়াররা বিজয়ী হন।খেলা শেষে বিজয়ী খেলােয়ারদের মাঝে পুরুষ্কার তুলেদেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মাে. জাকির হােসেন ও ২৯ বি জি বি‘র অধিনায়ক লে কর্নেল মাে. কােরবান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *