বাংলার দর্পন ডেস্কঃ আজ ঢাকায় এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেটানুরাগিদের দেখার জন্য এই ট্রফি বাংলাদেশে থাকবে ২১ মার্চ পর্যন্ত। দর্শকদের জন্য আজ ও আগামীকাল দু’দিনই বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর যমুনা ফিউচার পার্কে উন্মুক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ২০ মার্চ ঢাকার একটি আইকনিক স্থানে প্রদর্শিত হবে ট্রফিটি। ওই দিনই শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেও নেওয়া হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও জাতীয় দলের ক্রিকেটাররাও তখন থাকবেন। ইউসেফ বাংলাদেশ শিশুদের নিয়ে অনুষ্ঠানও করবে। মার্চের প্রথম সপ্তাহে ভারত সফর দিয়ে শুরু হয়েছে ‘নিশান’ নামের এই ট্রফির যাত্রা। জুনে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর শুরুর আগে অংশগ্রহণকারী আটটি দেশে ঘুরবে এটি।
বাংলাদেশ সফরের পর চ্যাম্পিয়ন্স ট্রফিটি যাবে শ্রীলংকায়, এরপর পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে। সব মিলিয়ে আটটি দেশের ১৯টি শহরে ভ্রমণ করার কথা রয়েছে। ট্রফিটি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ইংল্যান্ডে পেঁৗছাবে ২ মে। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু হবে ১ জুন।