ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল | বাংলারদর্পন 

জানে-আলম শেখ :

কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে  চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তি ও সু-চিকিৎসার দাবীতে পুলিশি বাধায় বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল। ২৬ এপ্রিল সকাল ১১ ঘটিকার সময় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি কায়েস এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ওহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের রিপন ইসলাম বাবু, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মুহিত, অন্তর ও মহসিন, থানা ছাত্র দলের ফজলে রাব্বি, এসময় ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সম্মানিত সংগ্রামী সদস্যবৃ্ন্দ, উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। উল্লেখ্য, জেলা পুলিশের বাধা ও বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তি ও সু-চিকিৎসার দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশটি সফল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *