পর্তুগালে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত | বাংলারদর্পন

জহুর উল হক, লিসবন, পর্তুগাল :
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে ৭ই মার্চের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল রাজি এর সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন মান্যবর রাষ্ট্রদূত রুহুল আমিন সিদ্দিক ।
শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মন্যবর রাষ্টদূত ও পর্তুগাল আওয়ামিলীগ। এ সময় ধর্মগ্রন্হ পাঠ করেন প্রসাশনিক কৰ্মকৰ্তা সামিউল হক । ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয় ।

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তথ্য চিত্র প্রদর্শিত হয় । রাষ্ট্রপতির বানী পাঠ করেন দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল রাজি ও প্রধান মন্ত্রীর বাণী পাঠ করেন রাষ্ট্রদূতের বক্তিগত কৰ্মকৰ্তা সাহাবুদ্দিন।

বাণী পাঠ শেষে মূল আলোচনা শুরু হয়, এতে বক্তব্য প্রদান করে পর্তুগাল আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন ৭ই মার্চের ভাষণের মাধ্যমে সত্যিকারের স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়েছিল।
মান্যবর রাষ্টদূত ৭ই মার্চের ভাষণ নিয়ে আলোচনা করেন । বঙ্গবন্ধুর দেখানো স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ বির্নিমাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান । উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কে প্রতিহত করার জন্যে সকলকে স্বজাগ থাকার আহ্বান জানান । তিনি আরো বলেন দেশ যদি দূর্নীতি মূক্ত হয় তাহলে ২০8১ সালের আগেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে, করোনা ভাইরাস থেকে করোনা ভাইরাস থেকে মুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *