মিরসরাইয়ের মলিয়াইশায় সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসবে ২২ ছাত্রী

এম আনোয়ার হোসেন, মিরসরাই:
ছাত্রদের মত সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসবে ছাত্রীরাও। একসময় মাইলের পর মাইল হেঁটে স্কুলে আসা ছাত্রীরা এখন থেকে আসবে সাইকেলযোগে। উদ্যমী ছাত্রীদের স্কুলে আসতে কমবে সময়, বিদ্যালয়ে পৌঁছতে পারবে যথাসময়ে। মিরসরাইয়ের
অর্ধশতাধিক স্কুলে ছাত্রীরা সাইকেল চালিয়ে আসার চিত্র বিরল। এই প্রথম মিরসরাইয়ের ২২ ছাত্রী সাইকেল চালিয়ে স্কুলে আসবে। ওই ছাত্রীরা উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। ‘এগিয়ে যাও নারী’-শ্লোগানকে সামনে রেখে তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হয় রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের উদ্যোগে। শনিবার (৭ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ৩২৮২ এর রোটারি গভর্নর প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।

রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউনের সভাপতি দেবদুলাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন
রোটারি ক্লাব অব সিলেটের ফাস্ট লেডি ফিরোজা রহমান। মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি ক্লাব সাগরিকার ফাস্ট প্রেসিডেন্ট খনরঞ্জন রায়, চিটাগাং হিলটাউনের পরিচালক প্রফেসর প্রদীপ দাশ, চিটাগাং হিলটাউনের সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, চিটাগাং হিলটাউনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ, সদস্য নুসরাত জাহান, রোটারিয়ান নাথুরাম নাথ, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন প্রমুখ। প্রসঙ্গত, সম্প্রতি এই বিদ্যালয়ে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ৩২৮২ এর রোটারি গভর্নর প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর ছাত্রীদের সাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সাইকেল পেয়ে খুশি ১০ম শ্রেণীর ছাত্রী সাজিয়া সুলতানা মিলি। মিলি বলেন, স্কুলে ভর্তি হওয়ার পর থেকে অন্য ছাত্রীদের মতো আমিও পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতাম। প্রতিদিন যাওয়া আসা মিলে প্রায় ৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো আমাকে। এখন সাইকেল পাওয়ায় পাঁয়ে হেঁটে আসা লাগবে না, কম সময়ে বিদ্যালয়ে সাইকেল চালিয়ে পৌঁছতে পারবো।
৭ম শ্রেণীর ছাত্রী সামিয়া নুসরাত বলেন, প্রতিদিন ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসছি এতদিন। এখন সেই কষ্ট লাঘব হলো। আমি সাইকেল চালাতে পারি অনেক আগে থেকে। তবে স্বাদ আছে সাধ্য নেই। আজ সাইকেল পেয়ে দীর্ঘদিনের মনের আশা পূরণ হলো।

রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউনের সভাপতি দেবদুলাল ভৌমিক বলেন, আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম মলিয়াইশ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের সুনাম রয়েছে উপজেলাজুড়ে। সাইকেল চালিয়ে বিদ্যালয় যাওয়া আসা করবে বিদ্যালয়ের ছাত্রীরা বিষয়টি ভাবতে ভালো লাগে।

মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, আজকের দিন আমাদের বিদ্যালয়ের জন্য ঐতিহাসিক দিন। যেসব ছাত্রী সাইকেল পেয়েছে তাদের অনুসরণ করে অন্য ছাত্রীরাও উদ্ধুদ্ধ হবে। একসময় যেসব ছাত্রী মাইলের পর মাইল হেঁটে বিদ্যালয়ে আসতো তারা এখন থেকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে সহায়ক হবে সাইকেল। এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনসহ সকল সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রোটারি গভর্নর প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন,
বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতনসহ সকল বাধা মোকাবেলা করে ছাত্রীদের এগিয়ে যেতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলের মেয়েরা এখন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যায়। মিরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ২২ ছাত্রীও ৮ মার্চ থেকে সাইকেলে চড়ে বিদ্যালয়ে আসা যাওয়া করবে।

তিনি আরো বলেন, অজপাড়া গাঁ এটি। সুন্দর ও ব্যতিক্রমী মলিয়াইশ উচ্চ বিদ্যালয়। এই এলাকার মানুষের খুলে দেওয়া হলো। আজ যারা সাইকেল পেয়েছে এই ছাত্রীদের দেখে অন্যরাও উদ্ধুদ্ধ হবে। সাইকেল পরিবেশবান্ধব বাহন। চীনে সাইকেল চালানো বাধ্যতামূলক। বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *