বার্সেলোনায় বাংলাদেশ ক্রিকেট টিমের উদ্যোগে নৈশভোজ | বাংলারদর্পন

মুজিবুর রহমান তোতা , বার্সেলোনা স্পেন থেকে :

৩১জুলাই বেঙ্গল ক্রিকেট ক্লাব এবং কিংস ক্রিকেট ক্লাবের উদ্যোগে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আনন্দ মুখর পরিবেশে বাঙালি কমিউনিটির গন্যমান্য  ব্যাক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠান  শুরু  হয় । হিউম্যানেতারিয়া দে কাতালোনিয়া বাংলাদেশ সমিতির সভাপতি  মাজহারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও আফাজ জনির  পরিচালনায়, বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট নেতা ফারুক মিয়া, বিয়ানী বাজার  সমিতির সভাপতি মঈনুল আবেদীন, আওয়ামীলীগ নেতা শাহ আলম স্বাধীন , লতিফিয়া মসজিদের সভাপতি’ গিয়াশ উদ্দিন, মানব কল্যাণ সমিতির সভাপতি ,মুজিবুর রহমান তোতা, বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক , শফিক খান।

সামাজিক, সাংস্কৃতিক,সংগঠনের ব্যাক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন , লালন মিয়া, রফিক উদ্দিন, সাহাব রাহমান, প্রমুখ।  বেঙ্গল ক্রিকেট দলের সভাপতি নাদিম আহমেদ এবং কিংস ক্রিকেট দলের সভাপতি মামুন  বক্তব্যে বলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের আর্থিক সাহায্য সহযোগিতা,এবং  উৎসাহ , আমাদের দলকে এগিয়ে নিতে সাহায্য করবে ।

বার্সেলোনা বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, মুয়েজ , এবং জুবেদ , সকল খেলোয়াড় দেরকে উৎসাহ দিয়ে বলেন , আগামীতে আমরা চুড়ান্ত বিজয় চিনিয়ে আনব ইনশাআল্লাহ । সকলের নিকট দোয়া এবং আশীর্বাদ চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *