বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি : শোভন সভাপতি -রাব্বানি সাধারন সম্পাদক | বাংলারদর্পন

মঙ্গল বার সন্ধায় বাংলাদেশ ছাত্রলীগের অাংশিক  নতুন কমিটি ঘোষনা করেছেন আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা। এতে রেজওয়ানুল হক চৌধুরী শোভন সভাপতি – গোলাম রাব্বানি সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন।

 

এছাড়া.:

 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা:-

সভাপতি :- সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক : সঞ্জিত চন্দ্র দাস। 

 

ঢাকা মহানগর:-( উত্তর )

সভাপতি :- মো. ইব্রাহিম,  সাধারণ সম্পাদক: সাইদুর রহমান হৃদয়। 

 

ঢাকা মহানগর:-(দক্ষিণ )

সভাপতি :- মেহেদী হাসান, সাধারণ সম্পাদক: মো. জোবায়ের আহমেদ।

 

 

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *