১৫ জুলাই বিএমএসএফ’র ৬বছর পূর্তি: বিএমএসএফ’র কৃতজ্ঞতা | বাংলারদর্পন

ঢাকা ১৪ জুলাই ২০১৮:  ১৫ জুলাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র (বিএমএসএফ) ৬ বছর পূর্তি। সাংবাদিকদের প্রাণের এ সংগঠনটির জন্মদিন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা/উপজেলায় র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা, সমাবেশ, বৃক্ষরোপন কর্মসূচী, সংবাদ লিখন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রবাসেও বিএমএসএফ’র জন্মদিন উদযাপিত হবে।  এ উপলক্ষে বিএমএসএফ আয়োজনে সকাল ১০টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হবে। সকলকে উক্ত কর্মসূচীতে অংশগ্রহনের জন্য আহবান জানানো হয়।

 

শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে সংগঠনের সকল শাখা কমিটির নেতৃবৃন্দসহ সকল মিডিয়ার মালিক-সম্পাদক, সাংবাদিক, কর্মী, শুভান্যুধায়ীসহ দেশবাসিকে প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুলাই এক শুভক্ষনে নির্ভিক সাংবাদিক আহমেদ আবু জাফরের নেতৃত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর সংগঠনটি দেশের পেশাদার সাংবাদিকদের অধিকার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও পেশার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের অধিকার আদায়ে ১৪ দফা দাবি নিয়ে দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

 

ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা/উপজেলায় ১শ ৮০টি শাখা কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চলছে। দেশের বাইরে আমেরিকা, মালয়েশিয়া, ইউকে লন্ডন ও সৌদি আরবে ৪টি শাখা কমিটি রয়েছে। বিএমএসএফ’র সাথে থাকনু; ১৪ দফার পাশেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *