বার্সেলনায় বাংলাদেশ কমিউনিটির মতবিনিময় সভা | বাংলারদর্পন

মুজিবুর রহমান তোতা, বার্সেলনা স্পেন থেকেঃ-

গতকাল শুক্রবার স্থানীয় একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ হিউমেনাতারিয়া ইন কাতালোনিয়ার সভাপতি মাজহারুল ইসলাম মিন্টুর সভা পতিত্বে, সাংগঠনিক সম্পাদক শফিক খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারীসহ ব্যাপক সংখ্যক কমিউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। মুল বিষয়ের উপর বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আল-মামুন লেবু , ইসলামী ফোরামের সভাপতি মুকিত্ খান , সাধারন সম্পাদক মাসুম আহমেদ, ঢাকা সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, বিয়ানী বাজার সমিতির সভাপতি মঈনুল আবেদীন, সাধারন সম্পাদক মো: হিরা, সুনামগঞ্জ সমিতির সহ সভাপতি হারুন রশিদ , মানবকল্যাণ এসোশিয়েশনের সভাপতি মুজিবুর রহমান তোতা, গন মাধ্যম কর্মী মোঃ সালেহ উদ্দিন, বাংলা এক্সপ্রেস এর সাধারন সম্পাদক আফাজ জনি,প্রচার সম্পাদক লায়েবুর রহমান, প্রবাস কথার উপস্থাপক এখলাছুর রাহমান, গণমাধ্যম কর্মী নুরুল ওয়াহিদ, যুবলীগ নেতা আমির হুসেন আমু্ , কমিউনিটির নেতাদের মধ্যে্ আর ও উপস্থিত ছিলেন রফিক উদ্দিন , লালন মিয়া, নাজমুল ইসলাম, আ: আজিজ, জাফর হোসেন, মো: রাশেদ, গণমাধ্যম কর্মী মিরন নাজমুল, লতিফিয়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ , আব্দুস সুবহান, কয়েছ্ আহমেদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা সাহাব রাহমান প্রমুখ । বক্তারা বাংলাদেশের সকল জেলার নেতৃবৃন্দ নিয়ে “বাংলাদেশ ফেডারেশন” প্রতিষ্ঠা করার আগ্রহ দেখান । এই ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটির মধ্যে ভাতৃত্ববোধসৃষ্টির পাশাপাশি কমিউনিটি শক্তিশালীও হবে এবং বার্সেলনায় মসজিদ , মাদ্রাসা, স্কুলের পাশাপাশি আমাদের কালচার,সাংস্কৃতি এবং জাতীয় দিবস গুলি যথাযথ মর্যাদায় পালন করতে সুবিধা হবে । সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষনা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *