সড়ক মন্ত্রীর বিরুদ্ধে মামলা দেয়া দরকার : ১২ঘন্টায়  সড়কে ঝরে পড়ল ১৯ তাজা প্রাণ

সৈয়দ মনির আহমদ >>>

সাপ্তাহিক ছুটির দিনের শুরুতেই সড়কে পৃথক চারটি দুর্ঘটনায় ঝরে গেছে ১৯ তাজা প্রাণ।  ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন, হবিগঞ্জে মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কায় ৮ জন, সোনাগাজীতে মোটরসাইকেল আরোহি ২ যুবক, ময়মনসিংহ দু’টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন আর সাভারে প্রাণ হারিয়েছেন ১ জন।

পৃথিবীর যেকোন সভ্য দেশে এহেন ব্যার্থতার জন্য পদত্যাগ করতেন সংশ্লিস্ট মন্ত্রী। আমাদের দেশে যেহেতু সেই রীতি নেই তাই জনগন ও ক্ষতিগ্রস্তদের উচিত হবে সড়ক মন্ত্রীর বিরুদ্ধে মামলা দেয়া।

ফেনী :

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জে নির্মানাধিন সেতুর সাথে ধাক্কা লেগে সাহেদ ও বাবলু মিঞা নামের যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারনে এমন দুর্ঘটনা হয়েছে।  তারা উভয়ে চট্টগ্রামের জোরারগঞ্জের বাসিন্দা।

 

ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এই সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান,

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সোহান(২০), সাগর(২২), রিফাত(১৬), ইমন (১৪)। দুর্ঘটনায় আহতদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

ময়মনসিংহ :

সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ভালুকার মেহেরবাড়ি এলাকায় দু’টি পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন ২জন। আহতদের প্রথমে ভালুকা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

হবিগঞ্জ:

নবীগঞ্জে সিলেটগামী একটি মাইক্রোবাস শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী ৮ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সাভার :

সাভারে ট্রাক চাপায় আকাশ আহমেদ নামের (২২) এক শিল্প পুলিশের কনস্টেবল নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে টাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,  তার মোটর সাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় পৌছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে কর্মরত ছিলো।

ছবিতে – ফেনীতে নিহত দুই সুদর্শন যুবক।

বাংলারদর্পন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *