ঠিকাদারের গাফিলতি : সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ >বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সাতবাড়ীয়ায় নির্মানাধিন সেতুর সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহতরা হলেন, আজিজুল হক সাহেদ (৩২) ও মোহাম্মদ বাবুল মিঞা (২৮ )। উভয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বাসিন্দা।

নির্মানাধিন সেতুর দারোয়ান মোহাম্মদ সেন্টু মিয়া বাংলারদর্পনকে বলেন, বৃহষ্পতিবার রাত (৫ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় ফেনী থেকে সোনাগাজী যাওয়ার পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে নির্মানাধিন সেতুর সাথে ধাক্কা লেগে গর্তে পড়ে যান। এতে চালক ও আরোহির মাথায় মারাত্বক জখম হয়। স্থানীয়রা উদ্বার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু বাংলারদর্পনকে বলেন , নির্মানাধিন সেতুর আগে-পিছে সতর্কতার চিহ্ন ছিলনা বলে এমন দুর্ঘটনা হয়েছে।

দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন বাংলারদর্পনকে বলেন, নির্মানাধিন সেতুর ঠিকাদারের গাফিলতি ও চালকের অচেতনতার কারনে এ দুর্ঘটনা ঘটেছে।

#সৈয়দ মনির আহমদ :

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *