সোনাগাজীতে ‘সেলিম আল দীন ’মেলা উদ্বোধন | বাংলারদর্পন 

ফেনী  প্রতিনিধি :
‘সোনাগাজীর কৃতি সন্তান নাট্যাচার্য ড. সেলিম আল দীন স্মরণে পাঁচ দিনব্যাপী ‘সেলিম আল দীন মেলা’ শুরু হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। তিনি বলেন সারাদেশের নেতৃত্ব দেয়া সাংস্কৃতিক ব্যক্তিদের জন্মভূমি ফেনী । শীঘ্রই শহীদ রায়হান হল পু:নির্মান করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও অধ্যাপক রাশেদ মাযহারের সঞ্চালনায় বক্তব্য রাখে ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী , ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী , ফেনীর পুলিশ সুপার নুরুন্নবী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন, মেয়র রফিকুল ইসলাম খোকন প্রমূখ।

 

মেলায় প্রয়াত নাট্যকার সেলিম আল দীন রচিত নাটকের মঞ্চায়নের পাশাপাশি বইমেলা, পণ্য ও হস্তশিল্প মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় থাকছে বই, মৃৎশিল্প, হস্তশিল্প, শিশুদের খেলনা, কাপড়, শাড়ি-চুড়ি ও মনিহারি পণ্যের ৫০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

 

এছাড়া থাকবে সেলিম আল দীন ফটো গ্যালারি। শিশুদের বিনোদনের জন্য থাকছে নাগরদোলা, ইলেকট্রিক নৌকা ও মিনি ট্রেন ইত্যাদি। মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ মঞ্চায়ন করবে সেলিম আল দীন রচিত নাটক ‘যৈবতী কন্যার মন’, পূবালী সংসদ মঞ্চায়ন করবে বাসন, ঢাকা থিয়েটার মঞ্চায়ন করবে পুত্র, ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করবে নীলাক্ষন, ফেনী থিয়েটার করবে ঘুণপোকা, আহির বাংলার পরিবেশনায় খেয়াবজানের পালা, মানিকগঞ্জ থিয়েটার করবে মাইলদি রাজের পালা এবং মানিকগঞ্জের নিরাভরণ থিয়েটার করবে জইমালার সইমালা। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *