হালিশহরে ইয়াবাসহ গ্রেফতার -১ – বাংলারদর্পন 

 

চট্টগ্রাম ব্যুরো  :

চট্টগ্রাম মহানগরীর  হালিশহর  থানাধীন এক্সেস রোড থেকে ৭০ পিচ ইয়াবাসহ  জুয়েল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। সে  লক্ষীপুর জেলার রায়পুর থানার উদমারা গ্রামের ইমাম হোসেনের ছেলে।বর্তমানে  সে নগরীর  আকবরশাহ থানাধীন এ কে খান মোড় সংলগ্ন বাহির ফিরোজশাঃ  এলাকার  মতিনের বিল্ডিং এ ভাড়া থাকে।

গ্রেফতারকারী হালিশহর থানার এস আই মোঃ সোহেল রানার সাথে যোগাযোগ করে জানা যায়, তিনি তার সঙ্গীয় ফোর্স সঃ  হালিশহর ওয়াপদা মোড়ে অবস্থান করছিলেন।হঠাত্ গোপন সংবাদের মাধ্যমে জানতে পরপন যে, এক্সেস রোডস্থ ভি আই পি ফার্নিচারের শোরুমের সাননে   এক ব্যক্তি ইয়াবা নিয়ে অবস্থান করছে।

তিনি তত্ক্ষণাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে  বর্ণ চিণ্হ অনুযায়ী লোকটিকে সনাক্ত করে তার নাম ঠিকানা জানতে চাইলে ও তার দেহ তল্লাশী করতে চাইলে সে পালানোর চেষ্টা করে। তখন তাকে আটক করে  উপস্থিত সাক্ষীগণের সম্মূখে  তল্লাসী করে তার কাছে ৭০ পিছ ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে তাকে( ধৃত জুয়েলকে) থানায় নিয়ে ১৯৯০ সনের মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই ব্যাপারে হালিশহর থানার সেকেন্ড অফিসার মোঃ জমিরের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *